মুক্তিযুদ্ধে বিএসএফের ভূমিকা নিয়ে চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত

|

ফাইল ফটো, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মুক্তিযুদ্ধে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ভূমিকা নিয়ে চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ভারত-বাংলাদেশের ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্তে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীতে সাদাকালো ছবিতে মুক্তিযুদ্ধে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর অবদান ফুটিয়ে তুলেছেন শিল্পীরা। সাধারণ মানুষকে একাত্তরের মুক্তিযুদ্ধের সারমর্ম বোঝাতে এই প্রদর্শনী আয়োজন করা হয়েছে বলে জানান বিএসেফের ১৫৩ ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার জে এস নেগি। এ প্রদর্শনীতে ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপুর্ণ সম্পর্কের চিত্রও উঠে এসেছে বলে মত বিএসএফের কর্তাদের।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বেশ কিছু উদ্যোগ নিয়েছে ভারত। দেশটির এ বছরের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এছাড়া কলকাতার এবারের বইমেলার থিম কান্ট্রিও বাংলাদেশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply