বাসের হাফ ভাড়া বিতর্ক, যা বলছে সরকার

|

বাসের হাফ পাস বা অর্ধেক ভাড়া নিয়ে বিতর্ক চলছেই। একদিকে অর্ধেক ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, অন্যদিকে মালিকপক্ষ বলছে, এমন দাবি এখন অবাস্তব। মুখোমুখি এমন অবস্থানে সরকারি হস্তক্ষেপেই সমাধান দেখছেন পরিবহন সংশ্লিষ্টরা।

কয়েকদিন ধরেই রাজধানীর বিভিন্ন বাসের নিয়মিত চিত্র, হাফ ভাড়া নিয়ে যাত্রী ও কন্ডাক্টর তর্কে লিপ্ত হচ্ছে। এ নিয়ে বিভিন্ন সময় ঘটনা মোড় নিচ্ছে বিভিন্ন দিকে। সম্প্রতি বদরুন্নেসা কলেজের এক শিক্ষার্থী বাসে হাফ ভাড়া দিতে গিয়ে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন। এ নিয়ে বাসে অর্ধেক ভাড়া বাস্তবায়নের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবিকে অযৌক্তিক বলছেন পরিবহন মালিকরা। আবার শর্তসাপেক্ষে কেউ কেউ দাবি মানার পক্ষেও যুক্তি দিচ্ছেন।

শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি কি অযৌক্তিক? এমন প্রশ্নের জবাবে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বললেন, যারা এখন এসব বলছে, তারাও ছাত্রজীবনে এই সুবিধা গ্রহণ করতো। তবু তারা কেন এমন করছে, তিনি জানেন না।

শিক্ষার্থীদের বহুদিনের পুরানো এ দাবির বিষয়ে এরইমধ্যে কাজ শুরু হয়েছে বলে গত বৃহস্পতিবার জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। বৃহস্পতিবার তিনি জানান, বহুদিন ধরে চলমান এই দাবির বিষয়ে টাস্কফোর্স গঠন করা হবে। এই প্রক্রিয়ার কাজ এর আগে শুরু হলেও সেটি সম্পন্ন হয়নি। তবে এবার শীঘ্রই সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করা হবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা তো অবশ্যই, মালিকপক্ষও মনে করছে, সরকারি হস্তক্ষেপকেই চলমান এই সংকটের একমাত্র সমাধান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply