বাবরকে ফেরালেন আমিনুল, রানের গতি নিয়ন্ত্রণে

|

বাবরের উইকেট পেয়ে বিপ্লবের উল্লাস।

বাংলাদেশের দেয়া ১২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আবারও শুরুতেই অধিনায়ক বাবর আজমের উইকেট হারিয়েছে পাকিস্তান। প্রতিবেদনটি লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ছিল ১১ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৫ রান। জয়ের জন্য এখনও তাদের দরকার ৫৪ বলে ৭০ রান।

হোয়াইটওয়াশ এড়ানোর জন্য বোলারদের খুব বড় কোনো পুঁজি শেষ ম্যাচেও দিতে পারেনি বাংলাদেশ। তবে বোলাররা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাবর আজমকে ফিরিয়ে দেয়া যেতে পারতো তৃতীয় ওভারেই। কিন্তু নাসুম আহমেদের বলে এলবিডব্লিউয়ের জোরালো আবেদন কানে তোলেননি আম্পায়ার। আর বাংলাদেশও অজানার কোনো সুযোগের আশায় নেয়নি রিভিউ। তবে রিপ্লেতে দেখা গেছে, নাসুমের বলটি আঘাত করতে পারত মিডল ও লেগ স্ট্যাম্প।

তবে লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব দলকে এনে দিয়েছেন প্রয়োজনীয় ব্রেক থ্রু। লোভনীয় শর্ট লেংথের বলকে কাউ কর্নারে ভাসিয়ে মেরে মোহাম্মদ নাঈমের তালুবন্দী হয়ে ১৯ রানে সাজঘরে ফিরেছেন পাকিস্তান অধিনায়ক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply