প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে নিয়োগের দাবিতে মানববন্ধন

|

২০১৮ সালের প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে প্যানেল গঠন করে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে চাকরিপ্রত্যাশীরা।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শাহ আলী মাজারের সামনে মানববন্ধন করে তারা৷ পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে জমায়েত হওয়ার কথা থাকলেও পুলিশি বাধায় তারা সরে যায়।

মানববন্ধনে বক্তারা বলেন, পরীক্ষায় উত্তীর্ণ ৫৫ হাজার পরীক্ষার্থীর মধ্যে এ পর্যন্ত নিয়োগ পেয়েছে ১৮ হাজার। লিখিত ও মৌখিক পরীক্ষায় পাস করার পরেও চাকরি না হওয়ায় হতাশা প্রকাশ করেন তারা। এজন্য নিয়োগ বাণিজ্য ও নিয়োগের দীর্ঘসূত্রিতাকে দায়ী করেন। করোনার ক্ষতি কাটিয়ে স্কুলগুলোয় কার্যক্রম স্বাভাবিক করতে শূন্য পদের বিপরীতে দ্রুত নিয়োগের দাবি জানানো হয়। দাবি মানা না হলে, পরবর্তী সময় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন চাকরিপ্রত্যাশীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply