ভারতীয় ক্রিকেটে এখন বিরাট কোহলির একচ্ছত্র সাম্রাজ্য। ২২ গজের পিচের রুদ্রমূর্তি অথবা আনুশকা শর্মার সাথে প্রণয়ের কারণে প্রায়ই থাকেন খবরের শিরোনামে। এবার খবর হলেন ভিন্ন এক কারণে- দীপিকা পাড়ুকোনকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি! এর ফলে প্রায় ১১ কোটি টাকা ক্ষতি হয়েছে কোহলির আইপিএল’র দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সব মিলিয়ে শুরুর আগেই নানা বিতর্কে জমজমাট আইপিএল।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে বিজ্ঞাপনী জোট বাঁধতে চেয়েছিল ‘গো আইবিবো’ নামের একটি ভ্রমণ বিষয়ক সংস্থা। সেই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর দীপিকা পাড়ুকোন। কিন্তু ‘গো আইবিবো’র বিজ্ঞাপনী শুটিং করতে রাজি হলেন না বিরাট কোহলি। জানালেন, দীপিকার সাথে জুটি বেঁধে শুটিংয় করা তার পক্ষে সম্ভব নয়!
তাহলে কী দীপিকার সঙ্গে বিরাটের সম্পর্ক ভালো নয়? ঘটনা হলো, বিরাটের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চুক্তির অন্যতম শর্তই নাকি ছিল তিনি কোনও নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারবেন না। এতেই বেধেছে ঝামেলা। বেঙ্গালুরুর এ বিষয়ে চুপ মেরে গেছে। কেটে পড়েছে ‘গো আইবিবো’ও।
যমুনা অনলাইন: এটি
Leave a reply