‘তালা’ প্রতীকে জাল ভোট দিতে গিয়ে আটক আলাউদ্দিন, ৬ মাসের কারাদণ্ড

|

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

তৃতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, বাঞ্ছারামপুর ও সরাইল উপজেলার ৩২টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ৩১৮টি কেন্দ্রে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটের শুরুতেই সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের একটি কেন্দ্রে আলাউদ্দিন (২৭) নামে এক যুবক জাল ভোট দিতে গিয়ে ধরা পড়েছেন। তিনি ওই ইউনিয়নের টিঘর গ্রামের হিরা মিয়ার ছেলে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় ‘ওপেন ভোট’ নেয়ার জন্য প্রিজাইডিং অফিসারকে হুমকি

খোঁজ নিয়ে জানা গেছে, ভোটগ্রহণ শুরুর পর সকাল ৯টায় পানিশ্বর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী লায়েছ মিয়ার ‘তালা’ প্রতীকে জাল ভোট দিতে টিঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান আলাউদ্দিন। তিনি ইদ্রিস মিয়া নামে এক ভোটারের ভোট দেয়ার চেষ্টা করেন।

বিষয়টি বুঝতে পেরে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যরা আলাউদ্দিনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। এরপর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ তাকে ৬ মাসের কারাদণ্ড দেন। এছাড়াও তাকে ৬ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

আরও পড়ুন: পুলিশ খুজঁছে ‘নৌকার বিপক্ষে ভোট দিলে ৫টা লাশ পড়বে’ বলা ছাত্রলীগ নেতাকে

সরাইল থানার ওসি আসলাম হোসেন জানান, ওই যুবক অন্য একজনের ভোট দেয়ার চেষ্টা করেছিলেন। পরে পুলিশ তাকে আটক করে। এরপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ৬ মাসের কারাদণ্ড দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply