কমলো এলপি গ্যাসের দাম

|

১২ কেজি ওজনের এলপি গ্যাসের দাম মূল্য সংযোজন করসহ ১ হাজার ৩১৩ টাকা থেকে কমিয়ে ১ হাজার ২২৮ টাকা করা হয়েছে।

আগামীকাল শুক্রবার (৩ ডিসেম্বর) থেকে এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি।

এর আগে গত ৪ নভেম্বর প্রতি কেজি এলপি গ্যাসের দাম ১০৪ দশমিক ৯২ টাকা থেকে বাড়িয়ে ১০৯ দশমিক ৪২ টাকা করা হয়। এর ফলে ১২ কেজি সিলিন্ডারের দাম হয় ১ হাজার ৩১৩ টাকা। তার আগে অক্টোবরে এ গ্যাসের দাম আরও এক দফা বাড়ানো হয়েছিল। অক্টোবরে ওই দাম বৃদ্ধির আগে প্রতিকেজি গ্যাস ছিল ৮৬ দশমিক ৭ টাকা। তখন ১২ কেজি গ্যাসের দাম ছিল ১ হাজার ৪০ টাকা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply