রাস্তায় চলতে গিয়ে যদি কোনো গাড়ি সমস্যায় পড়ে তখন সেটিকে ঠেলতে কমবেশি সবাই সহযোগিতা করে। এই দৃশ্যের সাথে আমরা সবাই পরিচিত। কিন্তু বিমান সমস্যায় পড়ার পর সেটিকে ঠেলা দিয়ে সরাবে এমন নজির বেশি নেই।
সম্প্রতি এমন একটি ঘটনাই ঘটেছে। যেটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে বিমান ঠেলার দৃশ্য উঠে এসেছে। ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
আরও পড়ুন: ভারতে ১২ ঘণ্টার মধ্যে আঘাত হানবে ঘূর্ণিঝড় জাওয়াদ
ঘটনাটি ঘটেছে নেপালের কোল তীর বাজুরা বিমানবন্দরে। দেশটির বেসরকারি বিমান সংস্থা তারা এয়ারের একটি বিমান অবতরণের সময় পেছনের টায়ার ফেটে যায়। এ জন্য বিমানটি রানওয়েতেই আটকে যায়। এদিকে রানওয়েতে আটকে থাকা ওই বিমানের কারণে আরেকটি বিমান অবতরণ করতে না পেরে আকাশেই উড়ছিল। বিষয়টি লক্ষ্য করে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের সঙ্গে যাত্রীরাও বিমানটিকে সরাতে হাত লাগায়।
ওই সময়কার ফুটেজে দেখা গেছে, প্রায় ২০ জনের মতো মানুষ বিমানটিকে ঠেলা দিয়ে সরিয়ে নিচ্ছে। বিমানটিকে সরিয়ে নেওয়ার পর অপর বিমানটি নিরাপদেই অবতরণ করে বলে নেপাল নিউজ জানিয়েছে। টুইটারে ওই ঘটনার ভিডিও শেয়ার করে এক নেটিজেন। এরপর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
Leave a reply