ভারতে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা

|

ছবি: সংগৃহীত

ভারতে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আরও একজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ জনে। খবর নিউজ ১৮ এর।

খবরে বলা হয়েছে, দিল্লিতে প্রথম ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। তানজানিয়া ফেরত দিল্লির ওই বাসিন্দাকে ভর্তি করা হয়েছে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে। ধারণা করা হচ্ছে, আরও কয়েকজন এই ওমিক্রনে আক্রান্ত হয়ে থাকতে পারেন। এ কারণে মোট ১৬ জনকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেছেন, এখন পর্যন্ত জয়প্রকাশ হাসপাতালে ভর্তি রয়েছেন মোট ১৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি। তাদের মধ্যে ১২ জনের জিনোম সিকোয়েন্সিং করা সম্ভব হয়েছে। এদের মধ্যে একজনের শরীরে ওমিক্রনের ধরন ধরা পড়েছে। আমার মনে হয় করোনা আক্রান্ত দেশগুলোর সঙ্গে বিমান যোগাযোগ ব্যবস্থা বন্ধ করা উচিত।

আরও পড়ুন: অনুপ্রবেশকারী ভেবে গ্রামবাসীদেরই গুলি করে হত্যা করলো ভারতের নিরাপত্তা বাহিনী

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply