ব্রাজিল-আজেন্টিনা মাঠে নামছে আজ

|

Brazil's forward Neymar (R) is congratuled by his teammate after scoring a goal during Japan's friendly football match against Brazil on November 10, 2017 at the Pierre Mauroy Stadium in Villeneuve d'Ascq northern France. / AFP PHOTO / DENIS CHARLET (Photo credit should read DENIS CHARLET/AFP/Getty Images)

বিশ্বকাপ কড়া নাড়ছে। তার আগে, সাবেক ও বর্তমান ৭ বিশ্ব চ্যাম্পিয়ন আজ মাঠে নামছে। রাত পৌণে ১টায় যেখানে ব্রাজিলের প্রতিপক্ষ জার্মানি, রাত ১টায় ইংল্যান্ডের প্রতিপক্ষ ইতালি আর রাত দেড়টায় আর্জেন্টিনা লড়বে স্পেনের বিপক্ষে। এছাড়াও বিশ্বকাপের স্বাগতিক রাশিয়া মুখোমুখি হবে ফ্রান্সের। তবে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ হয়তো তাকিয়ে থাকবে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচদুটির দিকে। বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় জার্মান প্রাচীর টপকাতে নামবে ব্রাজিল। সেখান থেকে গত বিশ্বকাপের দুই সেমিফাইনালিস্টদের লড়াই সরাসরি সম্প্রচার করবে সনি টেন-২। আর, আর্জেন্টিনা ও স্পেনের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টা ৩০ মিনিটে। ম্যাচটি দেখা যাবে স্কাই স্পোর্টস (ফুটবল) চ্যানেলে। ইএসপিএন ডি স্পোর্টস ও ওয়াচ ইএসপিএন-এও দেখা যাবে।

প্রীতি ম্যাচ হলেও, জার্মানির বিপক্ষে এই লড়াই যেন ব্রাজিলের কাছে প্রতিশোধের। গেলো বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানদের কাছে ৭-১ গোলের হার এখনও ভুলতে পারেনি সেলেসাওরা। তবে, তিতের মন্ত্রে বদলে যাওয়া ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা এখন আছে ফর্মের তুঙ্গে। নেইমারবিহীন ব্রাজিল কি পারবে ২২ ম্যাচে টানা জয় পাওয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের লাগাম টানতে?

ব্রাজিলের কোচ তিতে অবশ্য আশাবাদী, জার্মানি বিশ্বচ্যাম্পিয়ন, ওদের সাথের সেই ফলাফলটা এখন অতীত। জার্মানির বিপক্ষে মানসিকভাবে শক্তিশালী হয়ে নিজেদের সেরাটা খেলতে চাই।

অন্যদিকে, জার্মানির কোচ জোয়াকিম লো বিশ্রাম দিয়েছেন মেসুত ওজিল আর থমাস মুলারকে।

শেষ প্রীতি ম্যাচে ইতালির বিপক্ষে লিওনেল মেসিকে ছাড়াই ২-০ গোলের জয় পায় আর্জেন্টিনা। তবে, কোচ হোসে সাম্পওলির আশা স্পেনের বিপক্ষে অন্তত ৪৫ মিনিট হলেও এই প্রাণভোমরার সার্ভিস পাবে আলবিসেলেস্তারা।

সাম্পওলি বলেন, মেসি অনুশীলন শুরু করেছে। বিশ্বকাপের মতো আসরে একজনের উপর পুরোপুরি নির্ভর করা উচিত নয়। এটাই মেসির উপর চাপ সৃষ্টি করে। মেসির মাথায় যেন বিশ্বকাপ নামের এক রিভলবার তাক করা আছে।

অন্যদিকে, শেষ ম্যাচে জার্মানির সাথে ১-১ গোলে ড্র করেছিল ২০১০’র চ্যাম্পিয়ন স্পেন। তবে, কোচ হুলেন লোপেতেগুইয়ের অধীনে টানা ১৮ ম্যাচ না হারার রেকর্ড ধরে রাখতে বড় জ্বালানি অভিজ্ঞ আন্দ্রেস ইনিয়েস্তার সাম্প্রতিক ফর্ম।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply