ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৩৪

|

ছবি: সংগৃহীত।

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির ভয়াবহতায় প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পেলো ৩৪ জনে। এখনো নিখোঁজ কমপক্ষে ১৭ বাসিন্দা।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। নিখোঁজদের সন্ধানে এখনো চলছে তল্লাশি। তবে, জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ। এখনও নিরাপদ আশ্রয়কেন্দ্রে রয়েছেন ৩ হাজার ৭০০ এর বেশি বাসিন্দা। আগ্নেয়গিরির এলাকার পাঁচ কিলোমিটারের মধ্যে স্থানীয়দের না যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

আরও পড়ুন: সেনাবাহিনীর বিশেষ ক্ষমতার বিলোপ চায় নাগাল্যান্ড

উল্লেখ্য, গত শনিবার (৪ ডিসেম্বর) হঠাৎ সক্রিয় হয়ে ওঠে জাভা দ্বীপের ‘মাউন্ট সেমেরু’ আগ্নেয়গিরি। ৪০ হাজার ফুট উচ্চতা পর্যন্ত ছড়ায় কালো ধোঁয়া। লাভায় ধ্বংস হওয়ার পর, আগ্নেয় ছাইয়ের নীচে চাপা পড়েছে অন্তত ১১টি গ্রাম।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply