তামিলনাড়ুর কন্নড়ে একটি দুর্গম পাহাড়ের জঙ্গলে ১৪ জন ভারতীয় সেনা কর্মকর্তাকে বহনকারী সামরিক হেলিকপ্টার দুর্ঘটনা কবলিত হয়েছে। ওই হেলিকপ্টারেই ছিলেন সেনাবাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ বা সশস্ত্র বাহিনীর প্রধান বিপিন রাওয়াত ও তার স্ত্রী। এরইমধ্যে ঘটনাস্থল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর এনডিটিভির।
বুধবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় ১২টা ৪০ মিনিট নাগাদ কন্নড়ের গভীর জঙ্গলের ভেতর ভেঙে পড়ে সেনাবাহিনীর এমআই- ১৭ হেলিকপ্টারটি। সাথে সাথেই সেটিতে আগুন ধরে যায়।
An Army #Helicopter crash near Upper Coonoor #TheNilgiris #TamilNadu …Local police say chopper was carrying a senior Army officer…. Cause of crash under investigation. pic.twitter.com/s9ktEPFg8d
— Aditya Singh (@Beingadiisingh) December 8, 2021
এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিসের কর্মীরা ছাড়াও উদ্ধারকাজে অংশ নিয়েছে ছয়টি অ্যাম্বুলেন্স। তবে ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।
এসজেড/
Leave a reply