নাইজেরিয়ায় ব্যবহারের আগেই মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে অন্তত ১০ লাখ করোনা টিকা। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত এক মাসে নষ্ট হয়েছে মজুতকৃত ১০ লাখ ডোজ টিকা।
জানা গেছে, কোভ্যাক্স কর্মসূচির আওতায় দেশটিতে সরবরাহ করা হয় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এসব টিকা। দেশটির কর্মকর্তাদের দাবি, সরবরাহের সময়ই বেশ কিছু ডোজের মেয়াদ ছিল চার থেকে ছয় সপ্তাহ। সেগুলো নির্ধারিত সময়ে ব্যবহার করতে পারেনি দেশটির স্বাস্থ্য বিভাগ।
ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার নিয়ে যখন শঙ্কায় পুরো বিশ্ব, তখন এত টিকা নষ্ট হওয়ার ঘটনাকে বড় ক্ষতি হিসেবে দেখছে নাইজেরিয়া। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে দুই ডোজ টিকার আওতায় এসেছেন মোট জনসংখ্যার মাত্র চার শতাংশ মানুষ।
/এসএইচ
Leave a reply