ব্রিসবেনে বড় লিড নেয়ার পথে অস্ট্রেলিয়া

|

লাবুশেন ও ওয়ার্নারের ব্যাটে ছুটছে অস্ট্রেলিয়া। ছবি: সংগৃহীত

ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনে বড় লিড নেয়ার পথে রয়েছে অস্ট্রেলিয়া। শেষ খবর পর্যন্ত প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ১ উইকেটে ১২৩ রান।

অ্যাশেজ শুরুর পর পেরিয়েছে চারটি সেশন। অজিদের পক্ষে এরচেয়ে ভালো সূচনার কথা কল্পনা করাও শক্ত। প্রথম দিন টস হেরে বল করা, নতুন অধিনায়কের নৈপুণ্যে প্রতিপক্ষকে ১৪৭ রানে গুঁড়িয়ে দেয়ার পর মেঘাচ্ছন্ন আবহাওয়ায় ব্যাট করতে নামার শঙ্কাকেও বৃষ্টির দূরে ঠেলে দেয়া, এবং পরদিন রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় ব্যাট করতে নামা- গ্যাবায় সবকিছুই যেন যাচ্ছে অজিদের পক্ষে। তার পাশাপাশি, সম্ভাব্য সব সুযোগকেই দু’হাতে নিজেদের পক্ষে নিয়ে এসেছে প্যাট কামিন্সের দল।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে শুরুতেই মার্কাস হ্যারিসের উইকেট হারায় অজিরা। মাত্র ৩ রান করে অলি রবিনসনের পেসে কাটা পড়েন তিনি। এরপর দলের হাল ধরেন ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেন। ইংলিশ বোলারদের হতাশ করে এ দু’জনই তুলে নেন অর্ধশতক। ডেভিড ওয়ার্নারের চেয়ে দ্রুত পঞ্চাশের ঘরে যাওয়ার দৃশ্য খুব বেশি দেখা যায় না। তবে, মারনাস লাবুশেন এ ব্যাপারটাই ঘটিয়ে বুঝিয়েছেন, অজিদের ব্যাটিং লাইনআপের তিন নম্বর জায়গাটা বেশ শক্ত। তাছাড়া, জো রুটের চিন্তার আরও বড় জায়গাটা হচ্ছে, একমাত্র স্পিনার জ্যাক লিচকে ওয়ার্নার ও লাবুশেনের সামনে বেধড়ক পিটুনি খেতে দেখা। অন্যান্য ইংলিশ বোলাররা ততোটা খারাপ বল করছেন না। তবে ব্যক্তিগত ১৭ রানের মাথায় বেন স্টোকসের বলে ক্যাচ দিয়েও জীবন পেয়েছেন ওয়ার্নার। স্টোকসের সেই ডেলিভারিটি ওভারস্টেপিংয়ের কারণে নো বল ধরা হলে ইংলিশদের দুর্দশাও পায় ষোল আনা পূর্ণতা। ভাগ্যটাও সহায়তা দিচ্ছে না জো রুটের দলকে।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৪৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। সর্বোচ্চ ৩৫ রান করেন জস বাটলার। পাঁচ উইকেট শিকার করেন অধিনায়ক প্যাট কামিন্স।

আরও পড়ুন: বায়ার্নের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় বার্সেলোনার


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply