দেশে ফিরলো পাকিস্তান ক্রিকেট দল

|

ছবি: সংগৃহীত।

টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থতার পরিচয় দিলেও ঘরের মাঠে ভাল করবে বাংলাদেশ, এমন আশা ছিল দেশটির ক্রিকেট সমর্থকদের। কিন্তু হোম সিরিজে পাকিস্তানের বিপক্ষে খেলা তিনটি টি-টোয়েন্টি ও দুই টেস্টের সবকয়টিতেই হারে। টাইগারদের ধবলধোলাই করে অবশেষে দেশ ছাড়লো পাকিস্তান ক্রিকেট দল।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করে বাবর আজমের দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয়া পাকিস্তান পুরোপুরি সফলতা পেয়েছে বাংলাদেশ সফরে। টি-টোয়েন্টি ও টেস্টে স্বাগতিকদের তারা দিয়েছে হোয়াইটওয়াশের লজ্জা। এর মধ্যে ঢাকা টেস্টে টাইগাররা হেরেছে ইনিংস ব্যবধানে।

আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে টেস্টে নেই কেইন উইলিয়ামসন

পাকিস্তান দলের বাংলাদেশ ত্যাগের আগেই দেশ ছেড়েছে টাইগাররা। গতকাল রাতেই দেশ ছাড়ে মুমিনুল হক বাহিনী। নিউজিল্যান্ডে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৫ তারিখ ওভালে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। এরপর ১৩ জানুয়ারি ক্রাইস্টচার্সের হেগলি ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply