স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে একদিনে ৫০ কিলোমিটার পায়ে হেঁটে পাড়ি দেয়ার উদ্যোগ নিয়েছেন ময়মনসিংহের বীর মুক্তিযোদ্ধা বিমল পাল (৭০)। এ লক্ষ্যে শুক্রবার (১০ ডিসেম্বর) ভোর থেকেই হালুয়াঘাট উপজেলা থেকে হাঁটা শুরু করেন তিনি। বিকেলের মধ্যেই ময়মনসিংহ সদরে পৌঁছে ৫০ কিলোমিটার হাঁটার লক্ষ্য পূরণ করবেন এই মুক্তিযোদ্ধা।
মুক্তিযোদ্ধা বিমল পালের ভাষ্যমতে, এই উদ্যোগের লক্ষ্যে গত এক মাস ধরে তিনি হাঁটার চর্চা করছেন। সাধারণত প্রতিদিন তিনি দুই থেকে তিন ঘণ্টা হাঁটেন। তবে এই উদ্যোগ নেয়ার কথা মাথায় আসার পর থেকেই প্রতিদিন একটু বেশি করে হাঁটার অনুশীলন শুরু করেন বিমল। এরপর বিষয়টি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন মুক্তিযোদ্ধা। এ কাজে তিনি পাশে পান ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং একই এলাকার স্বেচ্ছাসেবীদের। বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী তার হাঁটার সঙ্গী হয়েছেন।
আরও পড়ুন: চাঁদাবাজি মামলায় গ্রেফতার ফরিদপুর চেম্বার অব কমার্স সভাপতি
জানা গেছে, ২২ কিলোমিটার হাঁটার পর প্রথম বিশ্রাম নেন বিমল। প্রয়োজনে ময়মনসিংহ পৌঁছানোর আগে আরও একবার বিশ্রাম নিতে পারেন তিনি।
মূলত, ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস। ১৯৭১ সালে হালুয়াঘাটের তেলিখালি যুদ্ধে অংশ নিয়েছিলেন বিমল পাল। তাই এই দিনটিকেই হেঁটে ৫০ কিলোমিটার পাড়ি দেয়ার জন্য বেছে নেন তিনি। বিমল জানান, মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এবং অসাম্প্রদায়িক দেশ গড়ার বার্তা নিয়েই এই উদ্যোগ নিয়েছেন তিনি।
এসজেড/
Leave a reply