নিহত সাংবাদিক জামাল খাসোগিকে সম্মান জানিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাসের সামনের নিউ হ্যাম্পশায়ার অ্যাভিনিউ সড়কটির নতুন নামকরণ করা হচ্ছে। গত মঙ্গলবার ওয়াশিংটন সিটি কাউন্সিলে এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। জানা গেছে, সৌদি দূতাবাসের সামনের রাস্তার নতুন নাম হবে জামাল খাসোগি ওয়ে। খবর এএফপির।
যুক্তরাষ্ট্রে অবস্থিত সৌদি দূতাবাস ও ওয়াটারগেট কমপ্লেক্সের মাঝ দিয়ে চলে গেছে নিউ হ্যাম্পশায়ার অ্যাভিনিউয়ের নাম পাল্টে জামাল খাসোগি ওয়ে করার প্রস্তাব দেয়া হয়। গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) ওয়াশিংটন সিটি কাউন্সিলে সর্বসম্মতিক্রমে এ সংক্রান্ত বিল অনুমোদিত হয়েছে। ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বোজার বিলটিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।
‘জামাল খাসোগি ওয়ে’ সংক্রান্ত বিল নিয়ে ওয়াশিংটন সিটি কাউন্সিলের এক প্রতিবেদনে বলা হয়, জামাল খাসোগি গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে কাজ করেছেন। সৌদি দূতাবাসের সামনের সড়ককে তার নামে নামকরণের মধ্য দিয়ে তার সম্মানে এমন এক স্মৃতিচিহ্ন তৈরি করা হলো, যা সরিয়ে ফেলা যাবে না।
প্রসঙ্গত, ওয়াশিংটনের স্থানীয় সরকারের সব আইন কংগ্রেস পর্যালোচনা করে থাকে। খাসোগির নামে সড়কের নামকরণের বিষয়টিতে কংগ্রেস আপত্তি তুলবে না বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নৃশংসভাবে খুন হন সাংবাদিক জামাল খাসোগি। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একজন কঠোর সমালোচক ছিলেন খাসোগি। তখন যুক্তরাষ্ট্রে বসবাসরত খাসোগি তার বাগদত্তাকে বিয়ের করতে প্রয়োজনীয় নথির জন্য ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে গিয়েছিলেন। এরপর আর সেখান থেকে বেরোননি তিনি। পরে অনেক অনুসন্ধান চালিয়েও তার লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।
/এসএইচ
Leave a reply