‘উইঘুর নির্যাতন নিয়ে যুক্তরাজ্যের ট্রাইবুনালের রায় মনগড়া’

|

ছবি: সংগৃহীত।

সম্প্রতি চীনের উইঘুর সম্প্রদায়ের ওপর নির্যাতন চালানোর অভিযোগে শি জিনপিং প্রশাসনকে অভিযুক্ত করে যুক্তরাজ্যভিত্তিক একটি স্বাধীন ট্রাইব্যুনাল রায় দেয়। তবে উইঘুর মুসলিমদের ওপর চালানো গণহত্যার এ অভিযোগ অস্বীকার করেছে চীন। ঘৃণা ছড়ানোর জন্য যুক্তরাজ্যের ট্রাইবুনালে রায় দেয়া হয়েছে বলেও মনে করে দেশটি।

শুক্রবার (১০ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে অভিযোগ প্রত্যাখ্যান করে নিন্দা জানায় বেইজিং।

উইঘুর বিষয়ক চীনা সরকারের মুখপাত্র শু গুইজিয়াং বলেন, উইঘুর নির্যাতন নিয়ে চীনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট একটা রায় দেয়া হয়েছে। ঘৃণ্য উদ্দেশ্য নিয়ে মনগড়া রায় দেয়া হয়েছে। কেবল ধারণার ভিত্তিতে এমন রায় আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

আরও পড়ুন: উইঘুর মুসলিমদের ওপর গণহত্যা চালাচ্ছে চীন: যুক্তরাজ্যভিত্তিক ট্রাইব্যুনালের রায়

চীনের পশ্চিমাঞ্চলের প্রদেশ জিনজিয়াংয়ে সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়ের বসবাস। দীর্ঘদিন ধরেই পশ্চিমা বিশ্ব অভিযোগ করে আসছে, উইঘুরদের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে চীন। সংখ্যালঘু এ সম্প্রদায়ের ওপর গণহত্যা চালানো, জন্ম নিয়ন্ত্রণ ও খোঁজাকরণের মতো অভিযোগ আছে চীনা সরকারের বিরুদ্ধে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply