এবার প্রকাশ্যে এলো ক্যাটরিনা-ভিকির হলুদের ছবি

|

ছবি: সংগৃহীত।

যথাসম্ভব গোপনে বিয়ে সেরে ফেলেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কুশল। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাজস্থানের বিলাসবহুল হোটেলে বিয়ের আয়োজন সেরে ফেলেছেন এই তারকা দম্পতি। এরপরই সামনে আসে তাদের বিয়ের ছবি। তবে এবার বিয়ের আগে গায়ে হলুদের অনুষ্ঠানের ছবি প্রকাশ করেছেন ক্যাটরিনা ও ভিকি।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড মাসালার এক প্রতিবেদনে বলা হয়েছে, গায়ে হলুদের অনুষ্ঠানের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন ক্যাটরিনা। সেখানে ক্যাপশন হিসেবে তিনি লিখেছেন, ‘শুকর. সাবর. খুশি’।

সেখানে ক্যাটরিনাকে দেখা গেছে আইভরি লেহেঙ্গা এবং জেসমিন ফুলের গহনায়। অন্যদিকে সাদা পাজামা-কুর্তার সাথে গোলাপি রঙের ওড়নায় ভিকি ছিলেন হাস্যোজ্জল। ছবি দেখা গেছে, দু’জনেই হলুদে বুঁদ হয়ে আছেন। আমন্ত্রিত অতিথিরাও পরেছেন সাদা পোশাক।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply