টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে পাকিস্তানকে পেছনে ফেললো অস্ট্রেলিয়া

|

ছবি: সংগৃহীত।

ব্রিসবেনের গ্যাবায় অ্যাশেজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে ইংল্যান্ড। এ জয়ের মাধ্যমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের পয়েন্ট তালিকায় পাকিস্তানকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসলো অস্ট্রেলিয়া।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের ক্রমতালিকা নির্ধারিত হয় জয়ের শতাংশের হিসাবে। তাই সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েও তালিকায় চারে অবস্থান ভারতের। এক ম্যাচ জিতলে পয়েন্ট যোগ হয় বারো।

নিজ দেশে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ ম্যাচের সিরিজের দুইটিতেই জিতে আসরের শীর্ষ দল শ্রীলঙ্কা। ২৪ পয়েন্ট তাদের। শতভাগ জয় অস্ট্রেলিয়ারও। তবে একটি ম্যাচ খেলায় তাদের অবস্থান শ্রীলঙ্কার পেছনে। ‘

তালিকার তিন ও চারে অবস্থান পাকিস্তান ও ভারতের। পাকিস্তানের জয়ের শতাংশ ৭৫। আর ভারতের জয়ের শতাংশ ৫৮.৩৩। দুই দলের পয়েন্ট যথাক্রমে ৩৬ ও ৪২।

এর পরের অবস্থানে আছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এখনও কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি বাংলাদেশ। আর এখনও কোনো ম্যাচ খেলেনি দক্ষিণ আফ্রিকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply