এসএসসি পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ, আহত ৫

|

ছবি: সংগৃহীত।

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে সংক্ষিপ্ত সিলেবাসে (৩০%) এসএসসি পরীক্ষা নেয়ার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও ঢাকা-লক্ষ্মীপুর সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করেছে শিক্ষার্থীরা।

রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে তারা। পরে পুলিশ এসে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের অবরোধ তুলে দেন। এতে রাকিব, ওয়াসিম, সাদনামসহ ৫ শিক্ষার্থী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

জানা যায়, রবিবার বেলা ১১টার দিকে ২০২২ সালের শতাধিক এসএসসি পরীক্ষার্থী প্রেসক্লাব এলাকায় মানববন্ধন কর্মসূচী পালন করে। পরে ব্যানার-ফেস্টুন নিয়ে জেলা প্রশাসক কার্যালয় সামনে গিয়ে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। এ সময় তারা ২০২১ সালের মতো ৩০ শতাংশের সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি বিষয়ে পরীক্ষা নেয়ার দাবিতে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে সড়ক অবরোধ করে সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয় তারা। এতে দুর্ভোগে পড়েন ঢাকা-চট্টগ্রামগামী সাধারণ যাত্রীরা।

আরও পড়ুন: দুই ছেলে ও পুত্রবধূর নির্যাতনের শিকার হয়ে সংবাদ সম্মেলন বৃদ্ধার

পরে দুপুর ১২টায় লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, মিমতানুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের লাঠিচার্জ করে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন।

এর আগে তারা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করে। এদিকে সড়ক অবরোধ ও বিক্ষোভ নিয়ে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply