‘সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণে অনেক জায়গায়ই ঘাটতি আছে’

|

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। ফাইল ছবি

সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণে অনেক জায়গায়ই ঘাটতি আছে, যা মোকাবিলা করা সরকারের একার পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মানবাধিকার দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আদিবাসী, দলিত জনগোষ্ঠী এখনও পিছিয়ে আছে। তাদের অধিকার সংরক্ষণে সরকার কাজ করছে। তবে এখনও অনেক কাজ বাকি। এ বিষয়ে সুশীল সমাজ, মানবাধিকার কর্মী ও এনজিওগুলোর সহায়তা প্রয়োজন।

এদিকে, সংখ্যালঘুদের নিরাপত্তায় আইন এবং সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণে কমিশন গঠন করা প্রয়োজন বলেও মনে করেন গওহর রিজভী।
আরও পড়ুন: মুরাদের চেয়ে জঘন্য কথা বলেছেন বিএনপির আলাল: কাদের

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply