ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।
সোমবার (১৩ ডিসেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে তাদের জামিন দেন।
মিথিলার আইনজীবী নিয়াজ মোর্শেদ জানান, আদালত তাদের ৮ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন। তারা বিচারিক আদালতে যাওয়ার পর সেখানে যেন জামিন বহাল রাখার বিষয়টি বিবেচনা করা হয় সেটিও বলেছেন। আমরা আশা করছি বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে মিথিলার বিরুদ্ধে করা এই ভিত্তিহীন মামলা দ্রুতই নিষ্পত্তি হবে। কেউ ক্ষতিগ্রস্ত হলে তারা অবশ্যই কোম্পানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন। তবে শিল্পী হিসেবে যারা বিজ্ঞাপনের সাথে যুক্ত ছিলেন তারা যেন হয়রানির শিকার না হন।
গত ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল।
এ মামলায় মিথিলা ও শবনম ফারিয়া হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন। মিথিলার পক্ষে আবেদন করেছেন আইনজীবী নিয়াজ মোর্শেদ।
Leave a reply