ভারতের বাজারে আগামী ছয় মাসের মধ্যে মার্কিন কোম্পানি নোভাভ্যাক্সের উদ্ভাবিত শিশুদের জন্য কোভিডের বিশেষ টিকা আনার পরিকল্পনা করছে ভারতের টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই)। প্রতিষ্ঠানটি প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদর পুনাওয়ালা মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন। খবর এনডিটিভির।
আদর পুনাওয়ালা বলেন, আগামী ছয় মাসের মধ্যে শিশুদের জন্য আমাদের টিকা বাজারে আনা হবে। এটি বর্তমানে ক্লিনিকাল ট্রায়ালের মধ্যে আছে। এই টিকা ৩ বছর বয়স পর্যন্ত শিশুদের ক্ষেত্রে চমৎকার ফল দেখিয়েছে।
আরও পড়ুন: ২০ মিনিটেই শনাক্ত হবে ওমিক্রন, নতুন প্রযুক্তি আবিষ্কার দ. কোরিয়ায়
প্রসঙ্গত, নোভাভ্যাক্স হলো বিশ্বের অন্যতম টিকা উৎপাদক প্রতিষ্ঠান। তাদের উদ্ভাবিত কোভিড টিকার নাম কোভোভ্যাক্স। ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে এরই মধ্যে নোভাভ্যাক্সের রফতারি শুরু হয়েছে। এ ছাড়াও অ্যাস্ট্রাজেনেকা এবং স্পুতনিক ভ্যাকসিনও উৎপাদন করে থাকে সেরাম ইনস্টিটিউট।
এসজেড/
Leave a reply