মিঠুনের পর সৌম্য; সেঞ্চুরি করে জাতীয় দলকে বার্তা

|

মিঠুনের পর এবার সৌরভ ছড়ালেন সৌম্য সরকার। উত্তরাঞ্চলের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএলে সেন্ট্রাল জোনের হয়ে দুর্দান্ত এক শতক হাকালেন এই বাঁহাতি। ১০৪ রানে অপরাজিত থাকেন তিনি। সৌম্য সেঞ্চুরি তুলে নেন ১৪১ বলে। যেখানে চার ১০টা আর ছক্কা একটা। প্রথম শ্রেনীর ক্রিকেটে যা সৌম্যর চতুর্থ শতক।

এর আগে একই দলের হয়ে সেঞ্চুরি করেন মোহাম্মদ মিঠুন। শতক হাকান মিঠুনের সঙ্গে ওপেনিংয়ে নামা মিজানুর রহমানও। সৌম্য ১০৪ রানে অপরাজিত থাকলে নাইম-আরিফুলদের পাড়ার বোলার বানিয়ে মিঠুন করেন ১৭৬ রান।

অথচ জাতীয় দলের জার্সিতে এই দুজনই ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় ব্যাপক সমালোচানার শিকার হয়েছেন এই দুজন। কিন্তু ঘরোয়া লীগে ফিরেই ব্যাট হাতে ছড়ি ঘুরাচ্ছেন তারা। যেখানে পাইপলাইনে তেমন কেউই পারফর্ম করতে পারছেন না। তাইতো জাতীয় দলে আবারও নিজেদের ডাক পাওয়ার সম্ভাবনা জাগিয়ে তুললেন এই দুজন।

আরও পড়ুন: এক বছরে ম্যাচ জয়ের রেকর্ড গড়লো পাকিস্তান

জাতীয় লিগেও শেষ দুই ম্যাচেই পেয়েছিলেন হাফ সেঞ্চুরি। সেই পথেই সৌম্যর এই সেঞ্চুরি হয়তো আরও একবার ফেরার বার্তা দিচ্ছে ২০১৫ তে জানান দেয়া দারুণ এক সম্ভাবনার।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply