পঞ্চাশে কতদূর এগোলো বাংলাদেশ

|

শুধু ঘুরে দাঁড়ানো নয় ৫০ বছরে ঈর্ষণীয় অর্জনে বিশ্ব অর্থনীতিতে নতুন করে নিজেকে চিনিয়েছে বাংলাদেশ। অর্থনৈতিক ও সামাজিক, বেশিরভাগ সূচকেই পেছনে ফেলেছে প্রতিযোগীদের। তবে সাথে সাথে বেড়েছে আয় বৈষম্য দূর ও দুর্নীতি।

৫০ বছরের মাথায় লালসবুজের পতাকা বিশ্ব দরবারে পৌঁছেছে ভিন্ন এক উচ্চতায়। যেখানে অর্থনৈতিক ও সামাজিক বেশিরভাগ সূচকে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ। বিশেষ করে কমতে থাকে সীমিত আবাদী জমিতে খাদ্যের বাড়িয়ে তাক লাগিয়েছে দেশের কোটি কৃষক পরিবার।

টানা দুই যুগ ধরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি অর্জনের গল্পটাকে রীতিমত নজিরবিহীন বলে মন্তব্য করছেন অর্থনীতিবিদ ড. আতিউর রহমান। তবে এত সব অর্জনের সাথে ধনী গরীবের ব্যবধানটাও বেড়েছে আকাশচুম্বী গতিতে। দুর্নীতির কারণেও পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছে উন্নয়নের অর্জনগুলো। ড. আতিউর রহমান মনে করেন, দুর্নীতি আর আয় বৈষম্য কমানোর ওপর নির্ভর করবে আগামীর বাংলাদেশের ভবিষৎ।

আরও পড়ুন : পাঁচ মাসে পোশাক রফতানি বেড়েছে ২২ শতাংশ

ড. আতিউর রহমান বললেন, শিক্ষার হারও বেড়েছে। তবে এখন দরকার শিক্ষার গুণগত মান বৃদ্ধি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply