মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের লৌহজেংয়ে নিখোঁজের ১৮ ঘণ্টা পর এক কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(১৬ ডিসেম্বর) সকালে উপজেলার কনকসার কাহেতারা এলাকায় বাড়ির পাশের ডোবা থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ওই কিশোরী। পরে অনেক খোঁজ করে না পাওয়া গেলে রাতে এ বিষয়ে লৌহজং থানায় একটি সাধারণ ডাইরি করেন নিহতের পিতা হানিফ। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের ডোবার পাশে একটি অর্ধ ভাসমান বস্তা কুকুরকে টানতে দেখে সন্দেহ হলে বস্তাটি খুলে ওই কিশোরীর মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
লৌহজং থানার এসআই রাজু মিয়া জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরিবার জানিয়েছে মেয়েটি গতকাল থেকে নিখোঁজ ছিল। তবে প্রকৃত ঘটনা কী তা মরদেহের ময়নাতদন্ত শেষে বলা যাবে। তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইউএইচ/
Leave a reply