নেপালের নতুন অধিনায়ক সন্দ্বীপ লামিচানে

|

সন্দ্বীপ লামিচানে। ছবি: সংগৃহীত

নেপাল ক্রিকেটের নতুন অধিনায়ক হলেন সন্দ্বীপ লামিচানে। জ্ঞানেন্দ্র মাল্লার স্থলাভিষিক্ত হলেন ২১ বছর বয়সী এই লেগস্পিনার।

বোর্ডের সাথে কেন্দ্রীয় চুক্তি বিষয়ক বিরোধের জেরে অধিনায়কত্ব হারাতে হয়েছে জ্ঞানেন্দ্র মাল্লাকে। মাল্লার সাথে সহ-অধিনায়কের পদ হারিয়েছেন দিপেন্দ্র সিং। এর আগে, ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও ২০১৭ সালের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বিশ্বকাপ বাছাইয়ে অধিনায়কত্ব করেছেন সন্দ্বীপ লামিচানে। সবশেষ এভারেস্ট প্রিমিয়ার লিগে কাঠমান্ডু কিংস ইলেভেনেরও অধিনায়ক ছিলেন লামিচানে।

আরও পড়ুন: মালানের কাছে শীর্ষস্থান হারিয়ে তিনে নামলেন বাবর

বর্তমানে হোবার্ট হারিকেনসের হয়ে টানা চতুর্থ বিগ ব্যাশ টুর্নামেন্টে খেলছেন লামিচানে। ২১ বছর বয়সী এই লেগস্পিনারের মুকুটে আরও একটি পালক হিসেবে যুক্ত হলো নিজ দেশকে অধিনায়কত্ব করার সুযোগ।

আরও পড়ুন: খেলার সাথে রাজনীতির মেশানোর টেস্টে কি লজ্জা পেয়েছিল পাকিস্তান?


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply