চীনের ওপর যুক্তরাষ্ট্রের আবারও নিষেধাজ্ঞা

|

ছবি: সংগৃহীত

সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর অত্যাচার-নিপীড়ন চালানোর দায়ে চীনের ১১ গবেষণা প্রতিষ্ঠান এবং মিলিটারি অ্যাকাডেমি অব সায়েন্সের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

অবৈধ নজরদারির অভিযোগে দেশটির একটি জৈব-প্রযুক্তি প্রতিষ্ঠানকেও কালো তালিকাভুক্ত করলো মার্কিন সরকার। প্রতিষ্ঠানগুলোর সাথে অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত করার পাশাপাশি দেয়া হলো রফতানি নিষেধাজ্ঞা। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কথিত মস্তিষ্ক-নিয়ন্ত্রক যন্ত্র তৈরির অভিযোগ রয়েছে মার্কিন বাণিজ্য বিভাগের। যা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন।

গেলো সপ্তাহেই চীনের ১৫ ব্যক্তি এবং ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ। জাতিসংঘের অনুমান, ১০ লাখের বেশি সংখ্যালঘু উইঘুর মুসলিমকে জিনজিয়াংয়ের বন্দিশিবিরে আটক রাখা হয়েছে। হত্যা, ধর্ষণ ও গর্ভপাতের মতো ভয়াবহ নিপীড়নের শিকার তারা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply