যুদ্ধে সাহসী ভূমিকার জন্য যুক্তরাষ্ট্রে ‘মেডেল অব অনার’ প্রদান

|

ছবি: সংগৃহীত

ভিয়েতনাম যুদ্ধের প্রায় ৫ দশক পর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সেনা সম্মাননা ‘মেডেল অব অনার’ পেলেন এক কৃষ্ণাঙ্গ সেনাসদস্য।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মোট ৩ সেনাকে এই পুরস্কারে ভূষিত করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আফগানিস্তান ও ইরাক যুদ্ধে সাহসী ভূমিকা রাখার জন্যই দেয়া হল এ সম্মান। পুরস্কারপ্রাপ্ত তিন সেনা হলেন সার্জেন্ট আর্ল প্লুমলি, সার্জেন্ট ক্রিস্টোফার সিলেজ ও সার্জেন্ট অ্যালেন ক্যাশে। তাদের মধ্যে দু’জনই প্রাণ হারিয়েছেন যুদ্ধ চলাকালে। এদিন সেনাদের দুঃসাহসিক ভূমিকার কথা উল্লেখ করে তাদের প্রতি সম্মান জানান প্রেসিডেন্ট বাইডেন। এছাড়া দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্য ও তাদের পরিবারের আত্মত্যাগের কথাও তুলে ধরেন এ নেতা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply