রক্ত দেবার প্রয়োজন নেই, দায়িত্ব পালন করলেই দেশ এগিয়ে যাবে: শিক্ষামন্ত্রী

|

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জনগণকে এখন আর রক্ত দেবার প্রয়োজন নেই, জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্যগুলো পূরণে দায়িত্ব পালন করলেই দেশ এগিয়ে যাবে। এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এলামনাই এসোসিয়েশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই জানান তিনি।

শিক্ষামন্ত্রী মন্ত্রী বলেন, প্রত্যেকে মানুষ যদি তার দায়িত্বটুকু পালন করেন তাহলেই দেশ এগিয়ে যাবে। হোক সেটি ছোট কিংবা বড়, যদি প্রত্যেকে নিজের ওপর অর্পিত কাজটি যথাযথভাবে সম্পন্ন করে তাহলেই দেশের অগ্রগতি সম্ভব।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরাও বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হবে বলেও জানান তারা। দিনজুড়ে এই আয়োজনে থাকছে স্মৃতি রোমন্থনসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply