‘পণ্ডিত হলেই বুদ্ধিজীবী নয়, বুদ্ধিজীবী হতে হলে স্বাধীনতার পক্ষে কথা বলতে হবে’

|

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ফাইল ছবি।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, পণ্ডিত হলেই কেউ বুদ্ধিজীবী হবে না, বুদ্ধিজীবী হতে হলে স্বাধীনতার পক্ষে কথা বলতে হবে। শুক্রবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত ‘মুক্তিযুদ্ধের ৫০ বছর: আমাদের যত অর্জন ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। প্রজন্ম ৭১ এই আলোচনা সবার আয়োজন করে।

মুক্তিযুদ্ধ মন্ত্রী এতে বলেন, আমরা দায় মুক্ত হতে চাই। বুদ্ধিজীবীদের তালিকা যদি করতে না পারি, তবে দায়মুক্ত হব না। আমরা দায় এড়াতে চাই না, পূর্ণ তালিকা প্রকাশ করতে চাই। আপনাদের অনুরোধ করব, কারো কাছে কোনো তথ্য থাকলে তা দিয়ে সহায়তা করুন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply