পৃথিবীতে বিভিন্ন সময় একেক দেশের সরকার প্রধানরা আজব কিছু নিয়ম করেন। তেমনি একটি দেশ উত্তর কোরিয়া। যেখানে অদ্ভূত কিছু নিয়ম বেঁধে দিয়েছেন উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উন। জিন্স পরা, স্টাইল করে চুল কাটা কিংবা কান ফোটানো আগে থেকেই দেশটিতে নিষিদ্ধ করেন কিম জং উন। এবার ১১ দিনের জন্য দেশটিতে হাসি, জন্মদিন কিংবা মৃত্যু দিবস পালন নিষিদ্ধ করেছেন তিনি।
এক্সপ্রেস ডট ইউকে’র প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার প্রাক্তন নেতা কিম জং ইলের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি এ সিদ্ধান্ত নেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) ছিল কিম জং ইলের দশম মৃত্যুবার্ষিকী। তাই উত্তর কোরিয়াবাসীর কাছে দিনটি খুবই শোক ও দুঃখের। দিনটিকে বিশেষভাবে সম্মান জানাতে অভিনব পথ বেছে নিয়েছে তারা।
পড়ুন: মাছ-মাংসে অরুচি, ৭০ বছর ধরে ভাত আর প্রসাদ খেয়েই বেঁচে আছে যে কুমির!
কিম জং ইলের দশম মৃত্যুবার্ষিকীতে ১১ দিনের জন্য দেশজুড়ে হাসি, জন্মদিন, মদপান কিংবা মৃত্যু দিবস পালন নিষিদ্ধ করছে কিম প্রশাসন। একই সাথে সব ধরনের বিনোদনমূলক কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ সংবলিত আদেশে বলা হয়েছে, ১১ দিন এসব নিয়ম ভাঙলে দেশটির বাসিন্দাদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে।
Leave a reply