ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে পুলিশের দেশীয় অস্ত্র উদ্ধার অভিযান

|

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সব ধরনের অস্ত্র উদ্ধারে নেমেছে পুলিশ। অভিযানে আশুগঞ্জ সদর ইউনিয়নের যাত্রাপুর গ্রাম থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার যাত্রাপুর প্রাইমারি স্কুলের পাশের কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এই ব্যাপারে আশুগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ করার লক্ষ্যে পুলিশ সব ধরনের অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাপুর প্রাইমারি স্কুলের পাশের কয়েকটি বাড়ি থেকে টেটা‌, বল্লম, এককাই‌ট্টা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ. লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

তিনি আরও জানান, নির্বাচনে কোনো প্রার্থীকেই পেশিশক্তি দেখাতে দেয়া হবে না। সাধারণ জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। যদি কোনো প্রার্থী কিংবা তার কর্মী-সমর্থক কোনো ভোটারকে পেশিশক্তি কিংবা ভয়-ভীতি দেখায় তাহলে তাদের বিরুদ্ধে শক্ত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply