রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকা থেকে সামরিক বাহিনীর অফিসার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে একজনতে আটক করেছে র্যাব।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব ৪ জানিয়েছে, ভুক্তভোগী ও প্রতারিত এক ব্যক্তির দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে র্যাব তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে ১৬ ডিসেম্বর র্যাবের একটি আভিযানিক দল রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকায় অভিযান চালায়। এসময় তারা ১ সেট সামরিক বাহীনির ইউনিফর্ম, ১ জোড়া বুট, র্যাঙ্ক ব্যাজ, সামরিক ইউনিফর্ম পরা ছবি এবং মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতার ওই ব্যাক্তির নাম মো. হাছনায়েত জামান রনি (৩৬)। র্যাবের দেয়া তথ্যমতে তার বাড়ি যশোর।
গ্রেফতার রনি উচ্চ পদস্থ কর্মকর্তার পরিচয়ে বিভিন্ন সরকারি বাহিনীসহ অন্যান্য সংস্থায় চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বেশকিছু টাকা হাতিয়ে নিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানিয়েছে, রনি অসহায় চাকরিপ্রত্যাশীদের দুর্বলতার সুযোগ নিয়ে চাকরি দেয়ার নামে প্রতারণা করে আসছে। ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে চাকরি প্রত্যাশীদের আকৃষ্ট করতো। সে নিজেকে বাংলাদেশের আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতো। তাছাড়া সেনা কর্মকর্তা পরিচয়ে সে সুন্দরী, অসহায় ডিভোর্সি মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাদেরকে ফুসলিয়ে বিয়ে করতো বলেও র্যাব জানায়। এক পর্যায়ে তাদের কাছে থাকা স্বর্ণালংকার, দামি গহনা এমনকি টাকা পয়সা নিয়ে উধাও হয়ে যেতো সে। বর্তমানে তার দুজন স্ত্রী রয়েছে বলে সে স্বীকারোক্তি দিয়েছে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি এসব তথ্য জানিয়েছে। র্যাব বলছে, এ বিষয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
/এডব্লিউ
Leave a reply