ভারতে লাফিয়ে বাড়ছে ওমিক্রনের রোগী, আক্রান্ত ১০১

|

ছবি: সংগৃহীত

ভারতে এখন পর্যন্ত ১০১ জন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। গত শুক্রবার (১৭ ডিসেম্বর) এ তথ্য জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সব মিলিয়ে ১১টি রাজ্যে ছড়িয়ে পড়েছে এই ভ্যারিয়েন্ট। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত রোগী রয়েছে মহারাষ্ট্রে। ১০১ জনের মধ্যে এ রাজ্যটিতেই রয়েছে ৪০ জন। এছাড়া আরও ১৯ জেলাকে রাখা হয়েছে উচ্চ ঝুঁকির তালিকায়। সংক্রমণ ব্যাপক হারে ছড়ানোর ব্যাপারে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: ওমিক্রনের প্রভাব মোকাবেলায় বুস্টার ডোজ ৮০-৮৫% কার্যকর: গবেষণা

এদিকে, ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের পর থেকে আবারও কড়াকড়ি জারি করেছে ভারত সরকার। জনগণকে বড় ধরনের জমায়েত ও ভিড় পরিহার করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ১ ডিসেম্বর থেকে বিদেশি পর্যটকদের প্রবেশের ক্ষেত্রেও আরোপ করা হয়েছে বেশকিছু বিধিনিষেধ।

আরও পড়ুন: ভারতে প্রতি ২৫ মিনিটে একজন গৃহিণী আত্মহত্যা করেন, কেন?


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply