উত্তরের বিভিন্ন জেলায় ঝড়, ভারি বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি হয়েছে। আহত হয়েছে অন্তত নয় জন। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।
লালমনিরহাটের কালীগঞ্জ ও হাতীবান্ধা উপজেলায় শিলা বৃষ্টি হয়েছে। এছাড়া সদর, আদিতমারী ও পাটগ্রাম উপজেলায় হালকা শিলাবৃষ্টিসহ ভারি বৃষ্টি হয়েছে। ঝড়ে আহত হয়েছেন চারজন। সবজি ক্ষেতসহ বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ঠাকুরগাঁওয়ে প্রবল শিলাবৃষ্টিতে পাকা গম ও আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে কাচাঘর বাড়িসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও পাওয়া গেছে।
কুড়িগ্রামে সকালে আধা ঘণ্টারও বেশি শিলা বৃষ্টি হয়েছে। প্রাকৃতিক এই তাণ্ডবে বিভিন্ন ফসল আক্রান্ত হওয়া পাশাপাশি আম, ভুট্টা ও লিচুর ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। পঞ্চগড়ে সবচেয়ে বেশি শিলাবৃষ্টি হয়েছে সদর উপজেলায়। এ উপজেলার হাড়িভাসা, হাফিজাবাদ ও কামাত কাজলদিঘী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার হাইব্রিড ও তরমুজের ব্যাপক ক্ষতি হয়েছে।
পাবনায় ঝড় ও শিলাবৃষ্টিতে বিভিন্ন ফসল ক্ষতির পাশাপাশি পাঁচজন আহত হয়েছে।
Leave a reply