এবার চার মার্কিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো চীন। নিষেধাজ্ঞার আওতায় চীন, হংকং ও ম্যাকাওয়ে প্রবেশ করতে পারবেন না এসব কর্মকর্তারা।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে এ তথ্য।
বেইজিং জানিয়েছে, আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক সংগঠন ইউএসছিআইআরএফ এর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও দুই কমিশনার আছেন নিষেধাজ্ঞার আওতায়। চীন, হংকং ও ম্যাকাওয়ে প্রবেশ করতে পারবেন না তারা। চীনে থাকা তাদের সম্পদও বাজেয়াপ্ত করা হবে। চীনের কোনো নাগরিক বা প্রতিষ্ঠান ব্যবসায়িক বা অন্য কোনো উদ্দেশ্যে সম্পর্ক স্থাপন করতে পারবে না নিষেধাজ্ঞাপ্রাপ্ত মার্কিনিদের সাথে।
আরও পড়ুন: ক্রাইমিয়ায় সামরিক মহড়া রাশিয়ার; প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান ইউক্রেনের
চলতি মাসেই চীনা কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জবাবে নেয়া হয়েছে এ পদক্ষেপ। চীনের উইঘুর মুসলিম জনগোষ্ঠীর ওপর নজরদারির নামে নিপীড়নের অভিযোগে দেশটির একটি জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। ওই চীনা প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিষেধাজ্ঞাও দিয়েছে মার্কিন বাণিজ্য বিভাগ।
জেডআই/
Leave a reply