বছরের শেষ ম্যাচও জয় দিয়ে শেষ করতে পারলো না বার্সা

|

ছবি: সংগৃহীত

আবারও ড্র করেছে বার্সেলোনা। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতে লা লিগায় ১০ জনের দলে পরিণত হওয়া সেভিলার বিপক্ষেও জিততে পারেনি তারা। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে উভয় দল।

এই ম্যাচ জিততে পারলে পয়েন্ট টেবিলের চারে যেতে পারতো বার্সা। কিন্তু তা করতে ব্যর্থ হওয়ায় ২০২১ সালটি জয় দিয়ে শেষ করতে হলো জাভির শিষ্যরা।

অ্যাওয়ে ম্যাচে টেবিলের দুই নম্বর দল সেভিয়ার আতিথ্য নেয় বার্সেলোনা। প্রথমার্ধেই পিছিয়ে পড়ে জাভির দল। ৩২ মিনিটে বার্সার সাবেক মিডফিল্ডার রাকেটিচের অ্যাসিস্টে দারিও গোমেজ এগিয়ে দেয় সেভিয়াকে। পিছিয়ে পড়ে বার্সা আক্রমণের গতি বাড়িয়ে দেয়। একের পর এক আক্রমণে কাঁপন ধরিয়ে দেয় সেভিয়া রক্ষণে। সাফল্য আসে ৪৫ মিনিটে, বার্সাকে সমতায় ফেরান ডিফেন্ডার রোনাল্দ আরাউহো।

বিরতি থেকে ফিরে ৬৪ মিনিটে বড় ধাক্কা খায় সেভিয়া, লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার জুলস কৌন্ডে। কিন্তু তারপরও ড্র আদায় করে নেয় লোপেতেগির দল।

এ ড্রয়ে ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে আছে বার্সেলোনা। আর সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে সেভিয়া। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সমান ম্যাচে পয়েন্ট ৪৩।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply