ওমিক্রনের বড় ঝুঁকিতে পড়তে যাচ্ছে ইউরোপ, সতর্ক করলো ডব্লিউএইচও

|

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় প্রধান হ্যান্স ক্লুগ।

ইউরোপের দিকে ধেয়ে যাচ্ছে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের বড় ঢেউ। মঙ্গলবার (২১ ডিসেম্বর) এই হুঁশিয়ারি দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় প্রধান হ্যান্স ক্লুগ।

এ দিন সংবাদ সম্মেলনে হ্যান্স জানান, করোনার নতুন ধরণটি ইউরোপের বেশকিছু দেশে প্রভাব বিস্তার করছে। সেটি মোকাবেলায় বুস্টার ডোজ গ্রহণের তাগিদ দেন তিনি। বলেন- ওমিক্রন ঝড়ের মুখোমুখি বিশ্ব। কয়েক সপ্তাহের মধ্যে এ ভ্যারিয়েন্টেটি আরও বহু দেশে ছড়াবে। এ সময় সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি হাসপাতালগুলোয় রোগীর সংখ্যা বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: শিক্ষার্থীদের যৌন হয়রানি; জাপানে ২০০ শিক্ষক বরখাস্ত

এর ফলে স্বাস্থ্যসহ অন্যান্য জরুরি ব্যবস্থায় ব্যাঘাত ঘটতে পারে উল্লেখ করে সরকার এবং কর্তৃপক্ষকে সব ধরনের প্রস্তুতি রাখার পরামর্শ দেন হ্যান্স। এখন পর্যন্ত বিশ্বের ৯০টি দেশে মিলেছে ওমিক্রনের উপস্থিতি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, শনাক্ত না হলেও বিশ্বের বেশিরভাগ দেশেই ছড়িয়েছে ওমিক্রন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply