দুই প্রতিবেশি পাকিস্তান ও চীনের সম্ভাব্য হুমকি ও আক্রমণ মোকাবেলা করতে পাঞ্জাবে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে ভারত। জানা গেছে, ২০১৮ সালে ৫৪৩ কোটি ডলারে রাশিয়ার কাছ থেকে ৫ ইউনিট এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম কিনেছিলো ভারত, এবার প্রতিবেশিদের আক্রমণ মোকাবেলায় সেগুলোই স্থাপন করতে শুরু করেছে ভারত। খবর এএনআই এর।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, ভারতীয় নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে ১ম দফায় শুধু পাঞ্জাবে স্থাপন করা হচ্ছে এস-৪০০। দুই প্রতিবেশি পাকিস্তান ও চীনের যেকোনো হামলা প্রতিহত করার সক্ষমতা রয়েছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার। ইতোমধ্যেই, এস-৪০০ অপারেট করতে রাশিয়ায় নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে বেশ কয়েকজন ভারতীয় বিমান বাহিনী কর্মকর্তাকে। দেশটির নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পাঞ্জাবের পর ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্তের দিকেও এস-৪০০ স্থাপনের প্রক্রিয়া শুরু হবে।
উল্লেখ্য, এস-৪০০ ডিফেন্স সিস্টেম এস-৩০০ এরই উন্নত সংস্করণ যা বর্তমান সময়ের সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র নির্মাতা কোম্পানি আলমাজ আন্তে ডেভেলপ করেছে সর্বাধুনিক এ মিসাইল ডিফেন্স সিস্টেম। যা একসময় শুধু রুশ প্রতিরক্ষা বাহিনীর কাছেই ছিল। এর আগে, তুরস্ক এস-৪০০ কিনেছিলো, যার জেরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েছে দেশটি।
/এসএইচ
Leave a reply