ঐশী-তাপসের ‘দুষ্টু পোলাপাইন’ এর সাথে নাচলেন সানি লিওন

|

ছবি: সংগৃহীত

তাপসের কথা, সুর ও সংগীতে জনপ্রিয় সংগীতশিল্পী ঐশীর কণ্ঠে নতুন গান ‘দুষ্টু পোলাপাইন’-এর এক ঝলক প্রকাশ হয়েছে। যেখানে দেখা গিয়েছে বলিউড হার্টথ্রব নায়িকা সানি লিওন।

গত বুধবার প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডস ‘দুষ্টু পোলাপাইন’ শিরোনামের গানটির ট্রেলার প্রকাশ করেছে। প্রোমো প্রকাশের কয়েক ঘণ্টার ব্যবধানে লাখো দর্শক লুফে নিয়েছেন এটি। এই গানের মধ্য দিয়ে সংগীতশিল্পী হিসেবে ঐশীর কণ্ঠের শক্তি ও মাধুর্য নতুনরূপে হাজির করলেন তাপস। পুরো গানটি প্রকাশ পেলে তা শ্রোতাদের মাঝে অন্যরকম একটি আলোড়ন তৈরি করবে বলেও বিশ্বাস করছেন ঐশী।

জানা যায়, ‘দুষ্টু পোলাপাইন’ গানটির দৃশ্যধারণ করা হয়েছে মুম্বাইয়ে। বড় বাজেটের এ গান নির্মাণ করেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ও নির্মাতা আদিল। গানের দৃশ্যায়ন ও স্টাইলিং করছেন ফারজানা মুন্নী।

উল্লেখ্য, বাংলা গানকে বিশ্বময় ছড়িয়ে দিতে দেশের সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেছে টিএম রেকর্ডস। শুধু গান নয়, গানের পাশাপাশি তার নান্দনিক উপস্থাপনকেও সমানভাবে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply