নাইজেরিয়ার একটি বিমানবন্দরের কাছে সিরিজ বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবারের এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েক জন।
প্রশাসন জানায়, দেশটির মাইদুগুরি শহরে বিমান বাহিনীর ঘাঁটিতে সফরের কথা ছিল প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির। ঠিক তার আগেই পরপর কয়েক দফা বিস্ফোরণ হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর গোটা এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বাতিল হয়েছে প্রেসিডেন্টের সফর। শহরটিতে প্রায় এক যুগ ধরে সক্রিয় বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী। স্থানীয়দের দাবি, নিয়মিত বিরতিতেই হয় হামলার ঘটনা।
আরও পড়ুন: গর্ভে ধারণ করেও মা পরিচয় নিয়ে বিব্রত ‘পুরুষ মা’
ইউএইচ/
Leave a reply