ধর্মীয় অনুভূতিতে আঘাত: সানি লিওনির মিউজিক ভিডিও নিষিদ্ধের দাবি

|

মধুবন গানের মিউজিক ভিডিওর একটি দৃশ্যে সানি লিওনি।

গায়িকা কনিকা কাপুরের মধুবন গানের মিউজিক ভিডিওর কারণে আবারও বিতর্কের মুখে পড়েছেন সানি লিওনি। নতুন এ মিউজিক ভিডিও রিলিজের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র সমালোচনা চলছে সানিকে নিয়ে। জল এতদূর গড়িয়েছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মিউজিক ভিডিওটি নিষিদ্ধের দাবি তুলেছেন নেটিজেনরা।

কনিকা কাপুরের গাওয়া নতুন এ গানটির নাম মধুবন। ২০১৪ সালে কনিকার গাওয়া বেবি ডল গানে নেচেই বলিউডে জায়গা করে নেন সানি। কিন্তু এবার এ গায়িকা-নায়িকা জুটির নতুন প্রজেক্ট মধুবন পড়েছে ব্যাপক সমালোচনার মুখে।

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উঠেছে নতুন মিউজিক ভিডিওর বিরুদ্ধে। এ নিয়ে টুইটারে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। নেটিজেনদের বক্তব্যের সারমর্ম হলো, গানটির লিরিক খুবই লজ্জাজনক আর রাধা কোনো নটী নন। রাধা একজন একনিষ্ঠ ভক্ত আর মধুবন একটা পবিত্র জায়গা, মধুবনে রাধা এভাবে নাচেন না।

নেটিজেনদের দাবি, সানির কস্টিউম আর নাচের স্টেপের সাথে গানের ভাবার্থের কোনো সমন্বয় হয়নি। যদিও সানি, কনিকা বা গানটির পরিবেশক সারেগামাপা মিউজিকের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এখনও।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply