কুয়েতকে ২২৭ রানে হারালো টাইগার যুবারা

|

ছবি: সংগৃহীত।

প্রথম ম্যাচে নেপালকে উড়িয়ে দেয়ার পর দ্বিতীয় ম্যাচেও বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

শনিবার (২৫ ডিসেম্বর) আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে কুয়েতকে ২২৭ রানের বিশাল ব্যবধানে হারায় যুবা টাইগাররা।

শারজায় টস হেরে প্রথমে ব্যাট করতে নামে রাকিবুল হাসানের দল। দলীয় ৩ রানে বাংলাদেশ প্রথম উইকেট হারালেও আরেক প্রান্তে উইকেট আগলে রাখেন মাহফিজুল। ১১৯ বলে করেন ১১২ রান। যাতে রয়েছে ১২টি চার ও চার ছক্কার মার। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন মেহরাব হোসেন। ২৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। ফলে ৪৯.২ ওভারে ২৯১ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৫.৩ ওভারে মাত্র ৬৪ রান তুলতে সক্ষম হয় কুয়েত। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বল করেন রিপন মণ্ডল ও রাকিবুল হাসান। রিপনের শিকার ৩ উইকেট। আর দুইটি করে উইকেট ভাগাভাগি করেন রাকিবুল ও মেহরাব।

স্কোরকার্ড

বাংলাদেশ: ৪৯.২ ওভারে ২৯১-১০ রান (মাহফিজুল ১১২, মেহরাব ৪২, তাহজিবুল ২৫; সাদিক ৪০/৩, উমর ৪৫/২)।

কুয়েত: ২৫.৩ ওভারে ৬৪/১০ রান (মিট ভাবসার ৪৩, মিরাজ আহমেদ ১১; রিপন ৩/১০, রাকিবুল ২/৬, মেহরাব ২/১৪)।

ফলাফল: বাংলাদেশ ২২৭ রানে জয়ী।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply