আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান সরকার দেশটির নির্বাচন কমিশন বিলুপ্ত ঘোষণা করেছে। আপাতত এ কমিশনের কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছে তারা। শনিবার (২৫ ডিসেম্বর) তালেবান সরকারের মুখপাত্র বিলাল কারিমি বলেন, এমন কমিশন থাকা ও কর্মকাণ্ড পরিচালনার কোনও প্রয়োজন নেই। আমরা প্রয়োজন মনে করলে ইসলামিক আমিরাত এ কমিশনকে পুনরুজ্জীবিত করবে।
আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, পশ্চিমাসমর্থিত প্রশাসনের সময়ে আফগানিস্তানে নির্বাচনী কার্যকলাপ তদারকির দায়িত্বে থাকা স্বাধীন নির্বাচন কমিশন (আইইসি) ও স্বাধীন নির্বাচনী অভিযোগ কমিশনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
আরও পড়ুন: মুসলিম প্রতিবেশীর আচরণে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন ফরাসি মা ও মেয়ে
তালেবান সরকারের এমন পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেছে আগের সরকারে এই প্যানেলের প্রধান আওরঙ্গজেব। তিনি বলেন, এই সিদ্ধান্ত খুবই দ্রুত নিয়ে ফেলেছে তালেবান। কমিশন অকার্যকর করায় পরিণতি ভোগ করতে হতে পারে।
গত ২০ বছরে আফগানিস্তানের চারটি প্রদেশে গভর্নরের দায়িত্ব পালন করেছেন দেশটির জ্যেষ্ঠ রাজনীতিবিদ হালিম ফিদাই। তিনি বলেন, নির্বাচন কমিশন বিলুপ্তির এ সিদ্ধান্ত প্রমাণ করে যে তালেবানরা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তারা বুলেটের জোরে ক্ষমতায় এসেছে, ব্যালটের জোরে নয়।
/এনএএস
Leave a reply