গ্রায়েম স্মিথকে সরিয়ে অধিনায়ক হিসেবে এক বর্ষপঞ্জিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়লেন জো রুট। দারুণ ফর্মে থাকা জো রুট চলমা অ্যাশেজ সিরিজেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ভঙ্গুর ব্যাটিং লাইন আপে একাই লড়াইয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন সাবেক প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ। ২০০৮ সালে ১৬৫৬ রান করে তিনি রেকর্ডের মালিক ছিলেন প্রায় ১৩ বছর। তবে এ বছর টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা জো রুট এ রেকর্ড স্পর্শ করলেন আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে প্রথম দিনে ফিফটি করে। এ ম্যাচে ৫০ রান করে আউট হওয়ার পর এখন পর্যন্ত এ বছরে টেস্ট ক্রিকেটে তার রান ১৬৮০।
আরও পড়ুন: অজি ইতিহাসে চতুর্থ আদিবাসী হিসেবে অভিষেক স্কট বোল্যান্ডের
তবে আরও একটি রেকর্ড গড়ার জন্য চলমান টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করতে হবে ইংলিশ অধিনায়ককে। তার সামনে হাতছানি দিচ্ছে এক বছরে সর্বোচ্চ রানের মাইলফলক ছোঁয়ার সম্ভাবনা। পাকিস্তানের সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফের গড়া এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ ১ হাজার ৭৮৮ রান রেকর্ড হয়ে আছে ক্রিকেট ইতিহাসে। রুটের তাই মেলবোর্নের দ্বিতীয় ইনিংসে করতে হবে ১০৮ রান।
Leave a reply