নারায়ণগঞ্জে রেলক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে প্রাণ গেছে এক শিশুসহ ৪ জনের। আহত হয়েছেন অন্তত ১০ জন।
রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে শহরের এক নম্বর রেলক্রসিংয়ে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, তীব্র যানজটের কারণে রেলক্রসিংয়েই আটকা পড়ে যাত্রীবাহি বাসটি। যাত্রীরা সব নেমে গেলেও বাসটিকে ৩০ থেকে ৪০ ফুট টেনে নিয়ে যায় ট্রেন। এ সময় বাসের ধাক্কায় ঘটে হতাহতের ঘটনা।স্থানীয়রা বলছেন, ফুটপাতে ও রাস্তার দুপাশে ভ্যানগাড়িতে করে বিভিন্ন পণ্য বেচাকেনার কারণে রেলক্রসিং এলাকায় সব সময় যানজট লেগেই থাকে।
এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আহতদের মধ্যে ২ জন ঢাকা
মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এই দুর্ঘটনায় এক শিশুর পা বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকা বিভাগ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দীন মনি শর্মা বলেন ওই পা উদ্ধারের কথা জানান। ফায়ার সার্ভিসের উপ-পরিচালকের বক্তব্য পড়ুন এখানে।
/এডব্লিউ
Leave a reply