কাজাখস্তান থেকে মহাকাশে একদিনে ৩৬টি স্যাটেলাইট পাঠালো ওয়ানওয়েব

|

ছবি: সংগৃহীত।

মহাকাশে একদিনেই ৩৬টি স্যাটেলাইট পাঠালো ব্রিটেনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ানওয়েব। কাজাখস্তানের বাইকোনুর থেকে উৎক্ষেপণ করা হয় কমিউনিকেশন স্যাটেলাইটগুলো।

সোমবার (২৭ ডিসেম্বর) কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রম থেকে যাত্রা করে রুশ রকেট সয়ুজ। যাতে চেপে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে ৩৬টি স্যাটেলাইট।

কমিউনিকেশন স্যাটেলাইটগুলো উৎক্ষেপণে ব্রিটেনভিত্তিক টেক জায়ান্ট ওয়ানওয়েবের অংশীদার ফরাসি প্রতিষ্ঠান আরিয়ানস্পেস আর রুশ স্পেস এজেন্সি রসকসমস। বিশ্বজুড়ে উচ্চ গতির ইন্টারনেট সেবা নিশ্চিতে কাজ করবে এগুলো। এরইমধ্যে সংযোগের জন্য তালিকাভুক্ত হয়েছে যুক্তরাজ্য, আলাস্কা, উত্তর ইউরোপ, আর্কটিক সাগর, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডা।

চলতি বছর এই নিয়ে তৃতীয়বারের মতো বাইকোনুর থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করলো ওয়ানওয়েব। ৫০ ডিগ্রি অক্ষাংশের উত্তরে সবখানে ইন্টারনেট সেবা ছড়িয়ে দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে তারা।

দেউলিয়া হয়ে যাওয়া ওয়ানওয়েব গত বছর ঘুরে দাঁড়ায়। ব্রিটিশ সরকারের সহায়তার পাশাপাশি বিনিয়োগ নিয়ে পাশে দাঁড়ায় ভারত ও জাপানের দু’টি প্রতিষ্ঠান।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply