মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ১৭৭টি অভিযোগ তদন্ত করে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কিনা তা জানাতে মাউশির ডিজি গোলাম ফারুকসহ ৬ কর্মকর্তা দুদকে হাজির হয়েছেন।
বুধবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুদক সচিব আনোয়ার হোসেন হাওলাদারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের দল এ বিষয়ে শুনানি করে। ডিজি ছাড়াও এই তলবে উপস্থিত হয়েছেন একজন উপ-পরিচালক ও ৪ জন পরিচালক।
দুদক জানিয়েছে, মাউশির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের বিধি-বিধান লঙ্ঘন ও নানা অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে দুদকের তফসিলভুক্ত অপরাধগুলো আমলে অনুসন্ধান করছে।
ইউএইচ/
Leave a reply